Share with your friends
Unknown

Call

এটি অ্যালার্জি জনিত উপসর্গ যেমন চোখ দিয়ে পানি পড়া, সর্দি, হাঁচি, নাক ও চোখের চুলকানি এবং অ্যাকার্জির কারনে ত্বকে লাল হওয়া বা চুলকানি প্রতিকারে ব্যবহৃত হয়। শরীরে অ্যালার্জির রি-অ্যাকশনে হিস্টামিন নামক একটি সাবস্টেন্স তৈরি হয়, এটি এই উৎপাদন পক্রিয়া বন্ধ করার মাধ্যমে কাজ করে। এছাড়াও এটি দেহে সেরোটোনিন নামক একটি প্রাকৃতিক উপাদানও বন্ধ করে দেয়।

Talk Doctor Online in Bissoy App
avir

Call

periactin ট্যাবলেট দু ধরনের একটা বাংলা আর একটা থাই.. দুটো পাতাই একই রংয়ের ছোট্ট ছোট্ট ট্যাবলেট Periactin গুলো অনেকেই সাস্থ্য বাড়ানোর জন্য সেবন করে, এতে খাওয়ার রুচি বাড়ে, স্বাদ বাড়ায়, খুদা মন্দা দূর হয়, খাওয়ার চাহিদা বাড়ানোর জন্যই মূলত অনেকেই সেবন করে থাকে তবে এর প্বার্শ প্রক্রিয়া রয়েছে, সাস্থ্য বাড়ানোর জন্য কোনো ঔষুধ ই ভালো নয়, দীর্ঘ দিন খাওয়ার ফলে কিডনী তে পানি জমে যায়, এবং শরীর ফুলে যায়।

Talk Doctor Online in Bissoy App