Waruf

Call

সহজ ভাবে বললে এমন যে, পৃথিবীতে যে বস্তুটির বিশেষ আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে সেটি যত দুষ্প্রাপ্য ততই দাম বেশি। গ্রাফাইটের তুলনায় হীরা বেশি দুষ্প্রাপ্য এবং গ্রাফাইটের চেয়ে হীরার বিশেষ আকর্ষণীয় বৈশিষ্ট্য বেশি হওয়ায় হীরার দাম বেশি। হীরা স্বচ্ছ কাচের মত, এবং এতে আলো পড়লে তা এমন ভাবে প্রতিসরণ প্রতিফলন ঘটায় যে দেখতে খুবই সুন্দর লাগে তাই এর দাম বেশি। অপরদিকে গ্রাফাইটের এ ধরণের সুন্দর্য নাই। কালো বিদঘুটে, এবং নরম। এটি দিয়া তেমন কিছু করা যায়না। তাই দামও কম। তবে হ্যা গ্রাফাইট যে অপ্রয়োজনীয় তা নয়। গ্রাফাইট অনেক কাজে লাগে। কিন্তু তা সৌখিন বা বিলাস পন্য নয় বলে দামি না।

হীরা গ্রাফাইট একই কার্বন হলেও এদের গঠনে পার্থক্য রয়েছে ফলে দুটো দুই রকম বস্তু। গ্রাফাইট ৬ষ্ঠ তলকীয় গঠন একটি মুক্ত ইলেকট্রন থাকে। কিন্তু হীরা অষ্টতলকীয় গঠন।এতে কোন মুক্ত ইলেকট্রন থাকেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ