Call

ইবন ও বিন এ দুটি শব্দের অর্থই ছেলে। যেমন:- ইবনে আব্বাস মানে আব্বাসের ছেলে ও ইবনে মাসঊদ মানে মাসঊদের ছেলে। এর আরবী রুপ হলো, ابن ও بن. আরবী ভাষায় এর ব্যবহারে ব্যাকরণগত পার্থক্য আছে। সে পার্থক্যটা হলো, যদি ابن শব্দটা এমন দু নামের মাঝে আসে যাদের মাঝে نسل এর সম্পর্ক আছে, ابن শব্দটা প্রথম নামের صفة হয় এবং ابن শব্দটা مفرد হয়, তাহলে লেখনীতে ابن শব্দের হামঝা حذف হবে। আর যদি এ তিন শর্তের কোন এক শর্ত না পাওয়া যায়, তখন ابن শব্দের হামঝা লেখনীতে আসবে। যেমন:- حسن ابن. الحسن والحسين ابنا فاطمة, فاطمة ও ان زيدا ابن علي এতে হামঝা লেখতে হবে। দলীল:- ১৫২ নং পৃষ্ঠা, দরসে তিরমিজি (ঊর্দূ) মাকতাবায়ে রশীদিয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ