ক্রোমোসোমের পুরোটা জুড়েই কিন্তু জিন থাকে না, পুরো ক্রোমোজোমের অল্প কিছু অংশে বিচ্ছিন্নভাবে জিন অবস্থান করে। তবে এই জিনগুলোর একটা নির্দিষ্ট অবস্থান আছে ক্রোমোসোমে, একটা নির্দিষ্ট প্রজাতির জন্য। এই যে জিনের অবস্থান, বা লোকালিটি, একেই লোকাস বলে।
যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো দাহ্য বস্তু উৎসেচক ছাড়াই কোষের বাইরে অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে তাপ ও আলো উৎপন্ন করে এবং শক্তির দ্রুত মুক্তি ঘটায় তাকে দহন বলে ।
রসুল সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম বিধর্মীদেরকে স্ব-ইচ্ছায় সালাম দেয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তবে কিছু ক্ষেত্রে বিধর্মী-গন যখন বিভিন্ন সরকারী-বেসরকারি দায়িত্বে থাকে, তখন বাধ্য হয়েই তাদেরকে অভিবাদন জানাতে হয়। সে...
Amplititude Shift Keying এ bit stream অনুযায়ি একটি এনালগ ক্যারিয়ার সিগনালের এমপ্লিচিউড বিভিন্ন হয়ে থাকে, কিন্তু এতে এমপ্লিচিউড পরিবর্তনের সময় ফ্রিকুয়েন্সি এবং ফেজ অপরিবর্তিত থাকে।