Call

যখন চার্জ পরিবাহীর মধ্য দিয়ে অনবরত চলতে থাকে তখন তাকে চলো তড়িৎ বলে । 




রোধ হচ্ছে বিদ্যুৎ পরিবাহীর ধর্ম। বিদ্যুৎ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে পরিবাহিত তড়িৎ প্রবাহ বাধাগ্রস্থ হয় বা বিঘ্নিত হয়, তাকে রোধ বলে। 




তড়িৎ বর্তনী বা তড়িৎ নেটওয়ার্ক হল বিভিন্ন বৈদ্যুতিক উপাদান যেমন রোধ, ধারক, আবেশক, চাবি ইত্যাদির আন্তঃসংযোগ। এটি তড়িৎ সরবরাহ এবং ট্রান্সমিশন নেটওয়ার্কের মতই দীর্ঘ হতে পারে।






যে কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকেই তড়িৎ কোষ বলে  ।



ওয়াট আন্তর্জাতিক একক পদ্ধতিতে ক্ষমতার একক। স্কট্‌স ইঞ্জিনিয়ার জেমস ওয়াটের একক বা মানের নাম করেছিল। এইটি জুল প্রতি সেকেন্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়। 



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ