ফেইসবুকে mutual friend মানে কী?
4 Answers
Call

আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডলিস্টে যারা থাকে তাদের Mutual friend বলে

Call

Mutual Friend মানে হলো পারস্পরিক বন্ধু।অর্থাৎ যার প্রোফাইলের উপর লেখা থাকবে Mutual Friend ঐ ব্যাক্তি আপনার ফেন্ড লিস্টে থাকা কোন একজন বন্ধুর বন্ধু।

Call

Mutual Friend বলতে একজনের সাথে আপনার এবং আপনার বন্ধুর পারস্পরিক বন্ধুত্ত্ব বোঝায়।

Call

'Mutual' শব্দের অর্থ 'পারস্পরিক' আর 'Friend' শব্দের অর্থ 'বন্ধু'। সুতরাং 'Mutual Friend' শব্দের অর্থ 'পারস্পরিক বন্ধু'। আপনি আপনার ফ্রেন্ডলিস্টে থাকা বা না থাকা একজন ফেইসবুক ব‍্যবহারকারীর ফ্রেন্ডলিস্ট চেক করে দেখলেন সেখানে ঐ ব‍্যবহারকারীর 'Friend' দেখাচ্ছে ৯০ জন আর 'Mutual Friend' দেখাচ্ছে ১০ জন। অর্থাৎ ঐ ব‍্যবহারকারীর ফ্রেন্ডলিস্টে তার ১০০ জন ফ্রেন্ড রয়েছে আর ঐ ১০০ জন ফ্রেন্ডের মধ‍্যে ১০ জন ফ্রেন্ড আপনার ফ্রেন্ডলিস্টেও রয়েছে। অর্থাৎ ঐ ১০ জন ফ্রেন্ড আপনারও ফ্রেন্ড, আবার তারও ফ্রেন্ড। অর্থাৎ ঐ ১০ জন ফ্রেন্ড আপনার ও তার পারস্পরিক বন্ধু। ধন্যবাদ।

Badshah Niazul Hasan Jewel Molla 'আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ, সবই বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর জন্য নিবেদিত'
Related Questions