বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন নামের চতুর্ভুজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ট্রাপিজিয়ামসামান্তরিকরম্বসআয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। Quadrilateral.png

সামান্তরিক:সামান্তরিক হল এক ধরনের আয়তক্ষেত্র, যার বিপরীত বাহুগুলো সমান্তরাল।


 আয়ত:যে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের প্রতিটি কোণ সমকোণ হলে তাকে আয়ত বলে।


  রম্বস:যখন সামান্তরিকের চারটি বাহুই সমান, তখন এর নাম রম্বস। 


বর্গ:বর্গ হল একই সাথে রম্বস ও আয়ত।


ট্রাপিজিয়াম: ট্রাপিজিয়াম হল এমন একটি চতুর্ভুজ, যার দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু অসমান্তরাল।

 তথ্যসূত্র:উইকিপিডিয়া ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

★চতুর্ভুজঃ চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। ★আয়তঃ যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং প্রত্যেক কোণই সমকোণ তাকে আয়ত বলে। ★রম্বসঃ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই সমান তাকে রম্বস বলে। ★বর্গঃযে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই সমান প্রত্যেক কোণই সমান তাকে বর্গ বলে। ★

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ