আমি একটি মেয়ে কে ভালোবাসি, মেয়েটাও আমাকে ভালোবাসে। গতকাল ওকে ওর বাবা মা আত্মীয় এর বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে ছেলে দেখার কথা বলে বিয়া করিয়া ফেলছে। কিন্তু ও আমাকে ছাড়া আর আমিও ওরে ছাড়া ভালো থাকতে পারছি না। বিয়ে হয়ে গেছে একদিন হইলো। মেয়েকে শ্বশুর বাড়ি ১ মাস পরে তুইলা নিয়া যাবে। এখনও আমি তাকে সে আমাকে চায়। শরীয়ত মোতাবেক কি কোনো উপায় আছে এই আমাদের স্বামী স্ত্রী হবার। এই  ১ মাস এর মধ্যে। 
শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথম কথা হলো, আপনি বিষয়টাকে নরমালভাবে নেন এবং আবেককে প্রশ্রয় দিবেন না। বরং এতে ঐ ছেলেটির কী অবস্থা হবে সেটাও একবার নিরপেক্ষ দৃষ্টিতে ভাবুন। ভেবে দেখুন, ছেলেটির জায়গায় যদি আপনি হতেন, তাহলে...। সুতরাং তাকে ব্যতীত অন্য কাউকে জীবন সঙ্গী বানানর চেষ্টা করুন। কারণ ইসলামী শরীয়ত মোতাবিক আপনার জন্য এ বিয়ে ভেঙ্গে দেওয়া কোনক্রমেই বৈধ হবে না। বাকী আপনি তাকে বিয়ে করতে চাইলে সে ক্ষেত্রে বর্তমান স্বামী থেকে যে কোন মূল্যে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করাতে হবে। অত:পর তিন ঋতু পরিমান সময় অতিক্রান্ত হওয়ার পর আপনারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।  আপনার প্রতি শুভ কামনা রইল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ