Call

ইসলামি শরীয়াহ অনুযায়ী সুদের সংজ্ঞা হলোঃ লেনদেনের ক্ষেত্রে চুক্তির শর্তানুযায়ী শরীয়াহ সম্মত কোন রূপ বিনিময় ব্যতীত মূলধনের উপর অতিরিক্ত যা কিছু গ্রহণ করা হয়, তাকে সুদ বলে।

টাকা দিয়ে লেনদেন সুদের আওতায় পড়ে; কিন্তু যেকোনো পণ্য দিয়ে লেনদেন করলে সেটা সুদের মধ্যে পরবে না। কেননা, এটা এক ধরনের ব্যবসা। আর আল্লাহ তায়ালা ব্যাবসা কে হালাল করেছেন এবং সুদ কে হারাম করেছেন।

এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা এরশাদ করেছেনঃ “যারা সুদ খায়, তারা তার ন্যায় (কবর থেকে) উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এ জন্য যে, তারা বলে, বেচা-কেনা সুদের মতই।

অথচ আল্লাহ বেচা-কেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতএব, যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন.....।” (সুরা বাক্বারা, আয়াত নং ২৭৫)

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে আরও বলেছেনঃ “হে মুমিনগণ, তোমরা সুদ খাবে না বহুগুণ বৃদ্ধি করে। আর তোমরা আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফল হও।” (সুরা ইমরান, আয়াত নং ১৩০)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ