আমি মানবিক বিভাগ থেকে পরিক্ষা দিয়েছি আমার এইচএসসি পয়েন্ট ৪.৩৩ আর এসএসসি পয়েন্ট ৪.১৪। এখন একটা ভালো মানের কলেজে কোন বিষয়ে অনর্স করলে ভালো হবে??আসলে কাল থেকে তো কলেজ+বিষয় চয়েজ দিতা হবে অনার্স ১ম বর্ষের।আর তাছাড়া ও আমার ২০ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ২২ তারিখ জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা আছে তারপর আমি চাইছি এখানে চয়েজদিয়ে যেতে।।তো কোন বিষয় গুলো আগে দিলে ভালো হবে। আমার ইন্টার এ অর্থনিতী,সমাজবিজ্ঞান,ভূগোল,ইসলামের ইতিহাস ছিলো।তো অর্থনিতী এবং ভূগোলে আমার অনার্স করার ইচ্ছা নেই।তো যদি কোনো ভাই একটু সাহায্য করতেন।।
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

সাইন্স থেকে ম্যাথ, কমার্স থেকে একাউন্টিং, এবং মানবিক থেকে পলিটিক্যাল সাইন্স এ অনার্স করলে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইংরেজী নিয়ে অনার্স করলে ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ