Call
আলহাজ্ব (الحاخ)আরবী শব্দ যার অর্থ বলতে পারেন যিনি হজ্ব করছেন। মানে যিনি হজ্ব করেছেন তিনিই হলেন আলহাজ্ব। হাজী (حاجي) শব্দটি ভারতের উপমহাদেশে প্রচলিত একটি শব্দ যা মূল আরবি ভাষায় প্রচলন দেখা যায় না। এটা হয়তোবা উর্দু অথবা ফার্সি ভাষা থেকে নেওয়া। এটার অর্থ (الحخ) আলহাজ্ব এর মতোই এটার অর্থ হলো " যিনি হজ্ব করছেন "।
মূল পার্থক্য হলো হাজী (حاجي) উর্দু বা ফারসি আর আলহাজ্ব (الحاخ) শব্দ আরবি।
Eftekhar Naeem
একজন স্বপ্নদ্রষ্টা এবং চিন্তাশীল একজন মানুষ। তিনি বর্তমানে কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন। তাছাড়া ব্লেন্ডারে ত্রিডি অ্যানিমেশন বানানোও তার মৌলিক কাজের মধ্যে একটি।
Call