শেয়ার করুন বন্ধুর সাথে

আল্লাহ তায়ালা বলেন-"নিশ্চয়ই আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য"।সুতরাং কুরআনের আয়াতের এই অনুবাদ দ্বারা প্রতিয়মান হয় যে-আমাদের কে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তাহার হুকুম আহকাম মানার জন্য।এই পৃথিবীতে মহানবী হযরত মুহাম্মাদুর রসুলূল্লাহ (সঃ) কে আল্লাহ প্রেরন করেছেন মানব জাতির হেদায়াতের জন্য।তিনি আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল (সঃ)।তাকে মানা ও তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন,তার পতি বিশ্বাস করা ও তার অনুসরন করা আমাদের জন্য ফরজ।কেননা ইমান বির রসূল (সঃ) তথা রসূল (সঃ)এর প্রতি বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না।আর তার প্রতি বিশ্বাস মানে তার অনুসরন করা।তিনি যে গুলো করতেন,আমাদেরও সেগুলো করা।তাই তার সুন্নতে মুয়াক্কাদাকে কোনো ভাবে অবহেলা করা যাবেনা।অবহেলা করলে স্পষ্ট হবে যে,তার প্রতি ঈমান নাই,বিশ্বাস নাই।অর্থাৎ রাসূল (সঃ)এর সুন্নত পরিপন্থি ব্যাক্তি আল্লার নিকট অপ্রিয়।আল্লাহ বলেন-যে ব্যাক্তি আমাকে ভালোবাসতে চায়,সে যেন আমার রাসূল(সঃ)কে ভালোবাসে।সুতরাং,কতদিন আপনি সুন্নত না পডে থাকবেন,বিনা ওযরে কারনে সুন্নতে মুয়াক্কাদা বেশিদিন না পডলে ঈমান বির রসূল থাকবেনা।আর আপনার ফরজ আদায়ের মূল্য ও থাকবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ