সুন্নাতে জায়েদা হল অতিরিক্ত সুন্নাত নামাজ। এটি আসর এবং ঈশা-এর ওয়াক্তে বিদ্যমান রয়েছে। আসর = ৪ রাক'য়াত ও ঈশা = ৪ রাক'য়াত।
# সুন্নাতে জায়েদা ঐ সুন্নাতকে বলে যা রাসূল সা. সর্বদা করেন নি বরং কখনও কখনও ছেড়ে দিয়েছেন।
অতিরিক্ত সুন্নত যেগুলো পড়লে নেকি আছে কিন্তুু না পড়লে কোনো গুনাহ নেই তাকে সন্নতে জায়েদা বলে। আছরের নামাজের আগে ৪ রাকাত ও এশার নামাজের আগে ৪ রাকাত সুন্নতে জায়েদা আছে।
সুন্নাতে যায়েদা হলো ঐ সকল সুন্নাত যা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্য আদায় করতেন না। যেমন- আসরের পূর্বে ৪ রাকাআত এবং ইশার পূর্বে ৪ রাকাআত।