কোন কোন ওয়াক্তে সুন্নাতে জায়েদা রয়েছে।
4 Answers
Call

সুন্নাতে জায়েদা হল অতিরিক্ত সুন্নাত নামাজ। এটি আসর এবং ঈশা-এর ওয়াক্তে বিদ্যমান রয়েছে। আসর = ৪ রাক'য়াত ও ঈশা = ৪ রাক'য়াত।

Hijbullah Al-Galib সবার মতোই সাধারণ একজন। তিনি মনে করেন, শুধুমাত্র জ্ঞান অর্জনের মাধ্যমেই মানুষ তাঁর জীবন কে সুন্দরভাবে সাজাতে পারে। আর এজন্যই তিনি Bissoy.com কে জ্ঞানের একটি প্লাটফর্ম হিসেবে বেঁছে নিয়েছেন।
Call

# সুন্নাতে জায়েদা ঐ সুন্নাতকে বলে যা রাসূল সা. সর্বদা করেন নি বরং কখনও কখনও ছেড়ে দিয়েছেন।

 # যোহর, আছর ও ইশার নামাযের সাথে সুন্নাতে জায়েদা নামায রয়েছে।
Call

অতিরিক্ত সুন্নত যেগুলো পড়লে নেকি আছে কিন্তুু না পড়লে কোনো গুনাহ নেই তাকে সন্নতে জায়েদা বলে। আছরের নামাজের আগে ৪ রাকাত ও এশার নামাজের আগে ৪ রাকাত সুন্নতে জায়েদা আছে।

Call

সুন্নাতে যায়েদা হলো ঐ সকল সুন্নাত যা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্য আদায় করতেন না। যেমন- আসরের পূর্বে ৪ রাকাআত এবং ইশার পূর্বে ৪ রাকাআত।

Related Questions