দল কাকে বলে?
6 Answers
Call

কোন এক জন সমষ্টিকে দল বলে। আশাকরি বুঝাতে পেরেছি। 

Eftekhar Naeem একজন স্বপ্নদ্রষ্টা এবং চিন্তাশীল একজন মানুষ। তিনি বর্তমানে কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন। তাছাড়া ব্লেন্ডারে ত্রিডি অ্যানিমেশন বানানোও তার মৌলিক কাজের মধ্যে একটি।
Call

একের অধিক ব্যক্তির সমষ্টিকে দল বলে।

Call

পাশাপাশি এক বা একাধিক ব্যাক্তিবর্গ নিয়ে যে স্তম্ভের তৈরি হয় তাকে দল বলে।

Hijbullah Al-Galib সবার মতোই সাধারণ একজন। তিনি মনে করেন, শুধুমাত্র জ্ঞান অর্জনের মাধ্যমেই মানুষ তাঁর জীবন কে সুন্দরভাবে সাজাতে পারে। আর এজন্যই তিনি Bissoy.com কে জ্ঞানের একটি প্লাটফর্ম হিসেবে বেঁছে নিয়েছেন।
Call

কিছু সংখ্যক লোক  সামষ্টিগত ভাবে যখন কোন কিছু অর্জন করার লক্ষে একত্রিত হয় তখন তাকে দল বলা হয়।

Call

দুয়ের অধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত সমষ্টি যখন একটা নির্দিষ্ট লক্ষ বাস্তবায়ন করার উদ্দেশ্যে একতা পোষণ করে তখন তাদের এই সামগ্রিক সমষ্টিকে দল বলে।

Call

দল এর অর্থ

১৷ পল্লব, পাতা (বিল্বদল)

২৷ পাপড়ি (শতদল)

৩৷ সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল)

৪৷ জোট (দল বেঁধে এল)

৫৷ পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা)

৬৷ জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, 'গানগুলি মোর শৈবালেরই দল': রবীন্দ্র)

৭৷ (নিন্দায়) অসৎ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)

এছাড়া নিম্নের অর্থেও ব্যবহার হয়-

দল পাকানো, দল বাঁধা, একজোট হওয়া ('নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে'); ঘোঁট পাকানো। দলে ভারী সংখ্যায় অনেক।

অর্থাৎ দল বহু সংখ্যক মানুষ বা প্রাণীকে বুঝায়৷ যেমন, লোকেরা দলে দলে জড়ো হয়েছে৷ গরুগুলো দলবেঁধে চলছে৷

Related Questions