Call

পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে। এগুলোকে শক্তিস্তর বা অরবিট বলে। শক্তিস্তরসমূহকে কল্পিত সংখ্যা n-এর মান অনুসারে K, L, M, N দ্বারা প্রকাশ করা হয়। প্রথম শক্তিস্তরকে (n=1), K শক্তিস্তর এবং ২য় শক্তিস্তরকে (n=2) L শক্তিস্তর বলে। এভাবে n এর মান ৩, ৪, ৫ ইত্যাদি পূর্ণসংখ্যা মানে বৃদ্ধি পেতে থাকে এবং শক্তিস্তরসমূহকে যথাক্রমে M, N, O দ্বারা প্রকাশ করা হয়। একটি নির্দষ্ট শক্তিস্তরে অবস্থানকালে ইলেকট্রনসমূহ শক্তি শোষণ বা বিকিরণ করেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বোর পরমাণু মডেলে নিউক্লিয়াসের চারদিকে স্থির কক্ষ পথ রয়েছে যাতে ইলেক্ট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে অনবরত ঘুরছে। এই গুলোকে বলা হয় অরবিট।2n বর্গ এর মান অনুসারে অরবিটে ইলেক্ট্রনের অবস্থান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ