যদি কারো নিকট ৭.৫ তোলা (৮৭.৪৮ গ্রাম) স্বর্ণ অথবা ৫২.৫ তোলা (৬১২.৩৬ গ্রাম) রুপা অথবা সমপরিমাণ মূল্যের ব্যবসায়িক পণ্য বা তরল (নগদ) অর্থ থাকে তাহলে তার উপর বৎসরান্তে শতকরা ২.৫ টাকা হারে যাকাত ওয়াজিব হবে। তবে যদি কারো নিকট কিছু পরিমাণ স্বর্ণ এবং কিছু পরিমাণ রুপা বা কিছু পরিমাণ ব্যবসায়িক পণ্য ও কিছু পরিমাণ তরল অর্থ থাকে এবং এগুলো মিলে ৭.৫ তোলা (৮৭.৪৮ গ্রাম) স্বর্ণ অথবা ৫২.৫ তোলা (৬১২.৩৬ গ্রাম) রুপার সমপরিমাণ মূল্যের হয়ে যায় তাহলেও বৎসরান্তে তার উপর যাকাত ওয়াজিব হবে।- ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ ৬/৪৩। সুতরাং যদি ঋণ আদায় শেষে আপনার ডিপোজিট ও একাউন্টে ৪০ হাজার টাকার মতো থেকে এক বছর অতিক্রান্ত হয় তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ