Share with your friends

অ্যাপটি প্রথমে ছিল, কিছুদিন ধরে নেই। যতদূর সম্ভব গুগলের নীতি বিরোধী কাজের কারনে বর্তমানে নেই।

Talk Doctor Online in Bissoy App
Oreoo

Call

এটা "3rd Party App" যা গুগুল এর নীতি মেনে ব্যবহিত হয়নাই ..... তাই গুগুল তাদের ষ্টোর এ পারমিশন দেয় নাই ...... 

গুগুল কখনো ভাইরাস জনিত এপস প্লে-স্টর এ ছাড়ে না 

Talk Doctor Online in Bissoy App
Call

Vidmate অ্যাপস দিয়ে ইউটিউবের যেকোনো ভিডিও ডাউনলোড করা যায় খুব সহজেই, সাধারন ব্যবহাকারীরা তাদের পছন্দের ভিডিও গুলো ভিডমেট অ্যাপস দিয়ে ডাউনলোড করে অফলাইনে দেখতে পারেন।


আমরা জানি অনলাইনে ইউটিউবের কোনো ভিডিও ওপেন করলে সেখানে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন আসে আর সেই বিজ্ঞাপনের মাধ্যমে একজন ইউটিউবার ও গুগলের আয় হয়। কিন্তু কোনো ইউজার যদি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেটা অফলাইনে দেখে তাহলে তো বিজ্ঞাপন শো করবে না, ইনকাম ও হবেনা।


ইউটিউব ও প্লেষ্টোরে দুটোই গুগলের সম্পত্তি তাই তারা গুগল প্লেষ্টোরে থেকে ভিডমেট অ্যাপস কে ব্যান করে দিয়েছে যাতে করে কোনো ইউজার যেনো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড না করতে পারে। 


আর কোনো ভিডিও যদি ডাউনলোড না করা যায় তাহলে একজন ইউজার তার পছন্দের নির্দিষ্ট কোনো ভিডিও যতবার দেখতে চাইবে ততবার ইউটিউবে আসতে হবে যতবার ভিডিও ভিউ হবে ততবার বিজ্ঞাপন আসবে যতবার বিজ্ঞাপন আসবে তত গুগল ও ইউটিউবারের ইনকাম হবে।


তথ্যসুত্রঃ projukti buzz 








Talk Doctor Online in Bissoy App