স্বপ্নে পান খেতে দেখিলে চিন্তামুক্ত অ আশা পূরণের লক্ষণ।
স্বপ্নে সন্তানকে খেতে দেখিলে বিপদ মুক্তি ও সুখ লাভের নিদর্শন।
স্বপ্নে মরা মাছ খেতে দেখিলে হারাম রুজী-রোজগারের চিহ্ন।
স্বপ্নে ভুনা মাংস খেতে দেখিলে অধিক আয়-উৎপন্নের চিহ্ন।
স্বপ্নে ভাত অধিক খেতে দেখিলে মেহমান আসার লক্ষণ।
স্বপ্নে ভাত খেতে দেখিলে উদ্দেশ্য সিদ্ধি ও সুখ-শান্তির লক্ষণ।
স্বপ্নে বিষ খেতে দেখিলে হতাশাগ্রস্ত হবার নমুনা।
স্বপ্নে বাদশাহর সাথে খেতে দেখিলে মান-মর্যাদা বৃদ্ধির নিদর্শন।
স্বপ্নে ছাগলের গোশত খেতে দেখিলে কন্যা সন্তান লাভের সম্ভাবনা।
স্বপ্নে কেঁচো খেতে দেখিলে রোগ-ব্যাধির আলামত।
স্বপ্নে ঐরাবতের গোশত খেতে দেখিলে বিলাস ও জাঁকজঁমকপূর্ণ জীবনের চিহ্ন।
সরাসরি ভিডিও কলে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে Bissoy অ্যাপ ডাউনলোড করুন