স্বপ্নে হাঁস দেখিলে সুন্দরী রমনী পাইবে।
এইটা দেখিলে একটা সুন্দির বউ পাওয়া যায়।
স্বপ্নে বাঘ দেখিলে শত্রুর সহিত ঝগড়া বিবাদ হইবে।
স্বপ্নে নদী দেখিলে সরকারী চাকুরী লাভের সম্ভাবনা।
স্বপ্নে পরী দেখিলে বিদ্যা লাভের সম্ভাবনা।
স্বপ্নে ধান দেখিলে হায়াত বৃদ্ধির লক্ষণ।
স্বপ্নে কৈ মাছ দেখিলে প্রচুর পরিমাণের অর্থ লাভের সম্ভাবনা।
স্বপ্নে কলা গাছ দেখিলে মান-সম্মান বৃদ্ধি পাইবে।
স্বপ্নে কলা দেখিলে মালের উন্নতি হইবে।
স্বপ্নে কদু দেখিলে রোজগারে উন্নতি হইবে।
স্বপ্নে উট দেখিলে প্রচুর ধন-সম্পদ লাভ করিবে।
স্বপ্নে আম দেখিলে পুত্র সন্তান হইবে৷
সরাসরি ভিডিও কলে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে Bissoy অ্যাপ ডাউনলোড করুন