শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

কোন পরিবাহীর দু’প্রান্তে এক ভোল্ট বিভব পার্থক্যের কারণে উক্ত পরিবাহীর মধ্য দিয়ে এক এ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয়, সে বাধাকে এক ওহম বলে। অথবা কোন পরিবাহীর মধ্য দিয়ে ১ সেকেন্ডের জন্য ১ এ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় বাধার কারণে যদি ১ জুল কাজ সম্পন্ন হয় বা ০.২৪ ক্যালোরি তাপ উৎপন্ন হয়, তবে ঐ পরিমাণ বাধাকে ১ ওহম বলে । অথবা সুষম প্রস্হচ্ছেদ, ১০৬.৩ (106.3) সেঃমিঃ উচ্চতা এবং ১৪.৪৫২১ (14.4521) গ্রাম ভর বিশিষ্ট পারদ কলামের শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার রেজিস্ট্যান্সকে এক ওহম (আন্তর্জাতিক) বলে। ওহমের প্রতীক Ω

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ