১ম পদ্ধতি : আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে খুব সহজে আপনার সাইটের জন্য সাইটম্যাপ তৈরী ক্করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে, একটি প্লাগইন। আপনি Yoast SEO বা All in One SEO Pack plugin দিয়ে সাইটম্যাপ তৈরি করতে পারবেন। আমি Yoast SEO ব্যবহার করি। আপনি চাইলে All in One SEO ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে Yoast SEO plugin দিয়ে XML saitemaps তৈরি করবেন?   প্লাগইন ইনষ্টল করতে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের Dashboard থেকে Menu » Plugins » Add New » এবার সার্চ বক্সে Yoast SEO লিখে সার্চে ক্লিক করুন। তারপর, Yoast SEO প্লাগইনটি পেয়ে যাবেন। এবার প্লাগইনটি Install করে, Active করে দিন। Yoast SEO তে XML sitemap functionality ডিফল্ট অবস্থায় Disabled থাকে। আপনি Enabled করতে হবে। এজন্য আপনার সাইটের Dashboard থেকে Menu » SEO » XML sitemap » এবার XML sitemap functionality – Disabled থেকে Enabled করে Save changes এ ক্লিক করুন। ব্যাস, এখন আপনার সাইটের সাইটম্যাপ তৈরি হয়ে গেলো। Save changes এ ক্লিক করার পর আপনি ” You can find your XML Sitemap here: XML Sitemap ” লেখাটি দেখতে পাবেন। এখান থেকে XML Sitemap এ ক্লিক করে, আপনার সাইটের সাইটম্যাপ দেখতে পাবেন। অথবা, http://yoursite.sitemap_index.xml লিংকে গিয়েও সাইটম্যাপ দেখতে পাবেন। ২য় পদ্ধতি : প্রথমে www.xml-sitemaps.com সাইটে যান। তারপর প্রথম বক্সে www ছাড়া আপনার ওয়েবসাইটের URL দিন। তারপর Start বাটনে ক্লিক করুন। পরের পেজে দেখবেন আপনার সাইটের সাইটম্যাপ তৈরি হয়ে গেছে। এবার sitemaps.xml ফাইলটি ডাউনলোডের লিঙ্ক দেখবেন, সেটি ডাউনলোড করে নিন। এখন ডাউনলোড করা সাইটম্যাপ ফাইলটি আপনার সাইটের রুট ফোল্ডারে, FTP দিয়ে বা Cpanel থেকে Public_html এ গিয়ে আপলোড করে নিতে হবে। তারপর গুগল ওয়েবমাস্টার টুলস এ গিয়ে আপনার সাইটকে সিলেক্ট করুন। (গুগল ওয়েবমাষ্টার টুলস এ যদি আপনার সাইট সাবমিট করা না থাকে, তাহলে এই প্রশ্নের উত্তর টি দেখে নিন।) Sitemaps এ ক্লিক করুন। » SITEMAP ক্লিক করুন। » ADD/TEST ক্লিক করুন। » তারপর বক্সে sitemap.xml লিখুন। » সর্বশেষ, Submit Sitemap এ ক্লিক করুন। ব্যাস আপনার সাইটের সাইটম্যাপ গুগল ওয়েবমাস্টার টুলসে সাবমিট হয়ে গেছে।

Talk Doctor Online in Bissoy App