Yakub Ali

Call

পুরুষের স্তন স্বাভাবিক থেকে বড় হয়ে যাওয়াকে গাইনেকোমাস্টিয়া বলে। নবজাতক, বয়ঃসন্ধিকালে ও বৃদ্ধ বয়সে শারীরবৃত্তীয় কারণে এমনটি হতে পারে। সাধারণ গাইনেকোমাস্টিয়ার কারণগুলো নিয়ে এখনও সংশয় রয়েছে যদিও সাধারণভাবে সেক্স হরমোনের বৈষম্যকে এর জন্য দায়ী করা হয়। স্তন টিস্যুর বৃদ্ধির কারণেও স্তন বড় হতে পারে। অনেক সময় স্তনে অতিরিক্ত চর্বি জমলে স্তন বড় দেখায়, তবে এটা গাইনেকোমাস্টিয়া নয়। 

গাইনাকোমাস্টিয়ার দুই ধরনের চিকিৎসা রয়েছেঃ সার্জারি করে বাড়তি স্তন-টিস্যু সরিয়ে ফেলা ঔষধের মাধ্যমে হরমোনের নষ্ট ভারসাম্য ঠিক করা। ওই জায়গাটি ব্যাথা করলে বা দৃশ্যমান হয়ে ফুলে থাকলে অবশ্যই ডাক্তার দেখান

গাইনাকোমাস্টিয়া না হলে ব্যায়াম

করলেই সেরে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

 ইউটিউবে killer chest workout লিকে

সার্চ দিন, দেখুন কয়েকটি exercise পাবেন,

ওগুলি নিয়মিত করুন, তাহলে আপনার 

স্তন টাইট হয়ে আসবে, এবং পুরোপুরি নর্মাল

 হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ