Youteube থেকে video download করার সময় এড্রেস থেকে m.কেটে দিয়েssযোগ করে ডাউনলোড করাল সময় বেশি duration এর ভিডিও ডাউনলোড হয় না।তাই কিভাবে ডাউনলোড করবো
Share with your friends

সিম্ফনি ডি ৫৫ আই ফোনটা লো ভার্সনের জাভা ফোন । এই ফোনটাতে ভালো কোন জাভা apps সাপোর্ট করবে না এবং জাভা ফোনের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোড এর apps ও আছে বলে আমার মনে হয় না ।

সুতরাং, আপনি বেশি এমবি এর কোন ভিডিও ইউটিউব থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন না ।

আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করার চেষ্টা করে দেখতে পারেন ।

ধন্যবাদ । 

  1. প্রথমে যে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান তার লিঙ্ক কপি করুন।
  2. Youtube Converter  http://youtube-converterx.com/ এই সাইটে জান।
  3. আপনার কপি করা লিঙ্কটি লিঙ্ক বক্সে পেস্ট করুন।
  4. তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন।
  5. কয়েকটি ফরমেট দেখাবে। যে ফরমেটে ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন। 

image 
আমার দেখা সবচেয়ে দ্রুত এবং ঝামেলাবিহীন ইউটিউব ভিডিও ডাউনলোড সাইট এটাই। ব্যবহার করে দেখতে পারেন। 
Talk Doctor Online in Bissoy App