Unknown

Call

ফেসবুকে আইডিকার্ড গ্রহণযোগ্য হওয়ার শর্ত হলো আইডি কার্ডে উল্লিখিত নাম, জন্মতারিখ ও ছবি ফেসবুকে দেয়া নাম, জন্মতারিখ ও প্রোফাইল পিকচারের অনুরুপ হতে হবে। 

এ তথ্যগুলো না মিললে একাউন্ট ফেরত দেয়া হবেনা। তবে মনে রাখবেন, ছবি মিল থাকা মানে হুবহু একই ফটো নয় বরং আলাদা ফটো। কিন্তু শর্ত হলো দেখে যাতে বোঝা যায় যে দুটো একই ব্যক্তির ফটো।


ফটোশপে আইডি কার্ড বানালে লক্ষ্য রাখবেন তা যেনো স্ক্যানকপির মতো দেখায়। NID না দিয়ে স্কুল/কলেজ আইডিকার্ড তৈরি করে সাবমিট করুন, সেগুলোতে সন্দেহের অবকাশ তুলনামূলক কম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ