ভাইয়া অনুমোদন দিন প্লিজ।,,,যে আমার উত্তর দিতে পারবে, আমি সফল হলে প্রয়োজনে তাকে টাকা দিতেও আমি প্রস্তুত। কাজটা হল বিভিন্ন জায়গায় যে ভোট হয়,, মাইকিন করে যে আপনি অমোক মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন। এ কথাগুলা যে ছেলে ও মেয়ে কন্ঠে রেকোর্ড করে বাজাই। আবার যারা বরফ বিক্রি করে তাদের কাছেও ঐরকম mp3 রেকোর্ড বাজিয়ে বরফ বিক্রি করে। এখন আমি এটা করতে চাচ্ছি, আমার কম্পিউটার ও মিকছার, বক্স, সবই আছে। আমি মাউতপিছ দিয়ে কথা বলব, সেটা যেন কম্পিউটারে যাই। আর সেটা কম্পিউটারে record করে mp3 আকারে সেভ করব কিভাবে। কিভাবে কম্পিউটারে লাইন দিব এবং কিভাবে সেটা রেকোর্ড করব প্লিজ কেউ বলুন।।
Share with your friends
Junait

Call

প্রথমেই বলে নি আপনার টাকা দেওয়ার প্রয়োজন

নেই। এমনি থেকেই শিখিয়ে দিবো। উত্তরটি

অনুসরন করুন আশা করি সফল হবেন... না বুঝলে

মন্তব্যে বলবেন।

প্রথমেই কোনো রেকর্ডার এর সাহায্যে আপনার

কথা গুলো রেকর্ড করুন.. ভালো Android

ফোন হলেও হবে।

রেকর্ড করা ফাইল টি কম্পিউটারের হার্ডডিক্স এ

সংরক্ষণ করুন।

এখন হলো আসল কাজ.. সাউন্ড ইফেক্ট সুসজ্জিত করা

এবং mp3 আকারে সেভ করতে পারবেন। 

এই কাজটি/গুলো করার জন্য পিসিতে একটি

সফটওয়ার ব্যাবহার করতে হবে

সফটওয়্যার টির নাম Wondershare Video Editor

এখান থেকে সফটওয়্যার টি..ডাউনলোড করে নিন।

আশা করি বুঝেছেন। ****     ধন্যবাদ      ****

Talk Doctor Online in Bissoy App