Junait

Call

আপনার যদি OTG সাপোর্টেড ডিভাইসের থাকে তবে 

আপনি OTG ক্যাবল দিয়ে মোবাইলে ডিশ টিভি দেখতে 

পারবেন। অনেক পদ্ধতি আছে তবে,

আমি উত্তর দিচ্ছি ইন্টারনেট ছাড়া কারন ইন্টারনেট

কানেকশন দিয়ে ব্যাবহার করতে হলে বেশ ব্যায়বহুল।

★★★★★★★★★★★★★★★★★★★★★★

প্রথমে ডিভাইসটি দেখে নিনঃ

 image

ডিভাইসটি হচ্ছে টিভি কার্ড আর এটি শুধুমাত্র এন্ড্রয়েড

 ডিভাইসে চলবে । কানেশনের কোনো ঝামেলা নেই 

শুধু প্লাগ ইন করবেন চলুন দেখি কিভাবে ডিভাইসটি 

প্লে করে টিভি দেখবেন।

প্রথমেই প্লে স্টোর থেকে _______ TV Mobile সফটওয়্যার

 টি ডাউনলোড করেন । (যে কম্পানির টিভিকার্ড কিনবেন

সেই কম্পানির সফটওয়্যার ডাউনলোড করবেন)

আমি এখানে Aver কম্পানির কার্ড ব্যাবহার করছি।

 

image

ডাউনলোড করে তারপর ওপেন করার আগে ডিভাইসটি

 প্লাগ ইন করে নিন তারপর

 

image

সিম্পলি চ্যানেল স্ক্যান করুন আর উপভোগ করুন।

আপনি চাইলে এটি থেকে যেকোনো ধরনের অনুষ্ঠান

 ইচ্ছেমত আপনার মেমোরি কার্ড এ সংরক্ষণ করে 

রাখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App