স্বাভাবিক অবস্থায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১৪-১৬ গ্রাম/ডি এল থাকে। পরিক্ষা করে দেখতে হবে এর কম হয়েছে কিনা। লক্ষণ গুলো হল : প্রাথমিক অবস্থায় শারীরিক দুর্বলতা অনুভূত হওয়া, কাজকর্মে অনীহা, মাথা হালকা অনুভূত হওয়া লক্ষণ পরিলক্ষিত হয়, তবে রোগের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিশ্রমে নিঃশ্বাস ঘন হওয়া বা অল্প পরিশ্রমে ক্লান্তি বোধ করা, মাথা ঘুরানো ও বমি বমি ভাব হওয়া, চোখে অন্ধকার দেখা, বুক ধড়ফড় করা, খাবারের প্রতি আসক্তি কমে যাওয়া, শরীর ফ্যাকাশে বর্ণ ধারণ করা, হাত-পায়ের তালু সাদা হয়ে যাওয়া, চোখের ভেতর দিকের পর্দার লাল আভা ক্রমে ফ্যাকাশে হওয়া, জিহ্বা মসৃণ হয়ে যাওয়া, জিহ্বার স্বাদ ও অনুভূতির স্বাভাবিকতা নষ্ট, শ্বাসকষ্ট দেখা দেওয়া। আপনার গ্র্রুপের এক ব্যাগ রক্তের দাম সাধারনত ৫০০ টাকার মত হবে।

Talk Doctor Online in Bissoy App