Call

আপনার ফেসবুক একাউন্টে মোবাইল নাম্বার যোগ করতে নিচের ধাপগুলি অনুসরন করুন:
১. প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন।
২. মেনু থেকে Settings এ ক্লিক করুন।
৩. বামপাশের প্যানেল থেকে Mobile এ ক্লিক করুন।
৪. উপরে Your phones+ Add a phone বাটনে ক্লিক করুন।  [Active Facebook Texts (Step 1 of 2) ডায়ালগ ওপেন হবে]
৫. এখানে Country/Region এ বাংলাদেশ সিলেক্ট করুন। 
৬. Mobile Carrier এ আপনি যে অপারেটরের সিম ব্যাবহার করেন, তা সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
৭. এবার আপনার মোবাইলের ম্যাসেস অপশনে যেয়ে টাইপ করুন F এবং পাঁঠিয়ে দিন 32665 নাম্বারে।  [আপনারে মোবাইলে একটি কনফারমেশন ম্যাসেস যাবে]
৮. মোবাইলে প্রাপ্ত কনফারমেশন ম্যাসেসটি Confirmation code বক্সে লিখে Next বাটনে ক্লিক করুন।

ব্যাস, আপনার মোবাইল নাম্বারটি আপনার ফেসবুক একাউন্টে যোগ হয়ে যাবে। এখন লগইনে কোন সমস্যা হলে মোবাইল নাম্বার দিয়ে রিকুয়েস্ট পাঁঠাতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ