শুধু যে বিষয়ে ফেল করেছেন সে বিষয়ে পরীক্ষা দিতে হবে
আপনাকে উকিলের সাতে কথা বলতে হবে।তিনিই সব ব্যবস্থা করবেন।
প্রথমে সম্মান প্রদর্শনমূলক কথা বলবে।তারপর তোমরা কি করবে,কেমন করে চলবে,কি উদ্দেশ্যে এসেছো,তোমাদের লক্ষ্য সম্পর্কে কিছু বলে।পুণরায় সম্মান জানিয়ে বিদায় নেবে,অর্থাৎ ইতি টানবে।
আপনার বিস্ময় আইডি ব্লক হয়ে থাকলে আপনি লগ আউট করবেন।অতপর এই feedback লিঙ্ক এ যান। প্রথম বক্সে আপনার মতামত লিখুন কি পাঠাবেন সেটা অতপর তার নিচে একটা বক্স পাবেন সেটাতে...
প্রথমে শুভেচ্ছা দিয়ে শুরু করবেন। তারপর যে সংগঠনের যে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সেটি উল্লেখ করবেন। তারপর অনুষ্ঠানের বিষয়টির ভুমিকা বলবেন। সে সম্পর্কে কিছু তথ্য উপাত্ত দেবেন। শেষে সংগঠনের শুভকামনায় ধন্যবাদ...
১) প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস নিজে নিজে করুন অভ্যাস করুন এই কথাটা শুনতে শুনতে আপনি হয়তো ক্লান্ত। কিন্তু এই কথাটা অমূল্য। আপনি যদি আপনার বাবা-মা অথবা দাদু- নানু কিংবা বন্ধুদের সামনে...
বিষয়টা আসলে একদিনে অর্জিত হয় না। তার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যবসায়। এখন নিয়মিত অধ্যবসায় হলেই যে হয়ে যাবে ব্যাপারটা এমন না। তার জন্য প্রয়োজন যৌক্তিক অধ্যবসায়। এই যৌক্তিক অধ্যবসায়ের উল্লেখযোগ্য...
আপনি ডাক্তার এর কাছে যান। সেটাই ভালো হবে।
বক্তব্য শুরু করবেন সবাইকে শুভেচ্ছা এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ দিয়ে।
এটা আপনার যোগ্যতার উপর নির্ভর করে
সরাসরি ভিডিও কলে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে Bissoy অ্যাপ ডাউনলোড করুন