শেয়ার করুন বন্ধুর সাথে

এ ধরনের নেটওয়ার্ক একটি কেন্দ্রিয় ডিভাইস হাব/সুইচের মাধ্যমে সকল কম্পিউটার পরস্পরের মধ্যে যুক্ত থাকে। ফলে কেন্দ্রিয় ডিভাইসের মাধ্যমে সুনির্দিষ্ট কম্পিউটারের ঠিকানায় তথ্য আদান-প্রদান করতে পারে। নেটওয়ার্কের কোনাে একটি কম্পিউটার নষ্ট হলে তা সহজেই অপসারণ ও সংযােজন করা যায়। হাবের সংখ্যা বাড়িয়ে নেটওয়ার্কে অধিক সংখ্যক কম্পিউটার যােগ করেও নির্দিষ্ট কম্পিউটারে তথ্য পাঠানাে যায়। সুবিধা সংকেত আদান-প্রদান কেন্দ্রীয়ভাবে সংযােগকারী ডিভাইসের মাধ্যমে করা হয়, তাই অপেক্ষাকৃত দ্রুতগতিতে হয়। প্রতিটি নােড কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচের মাধ্যমে সংকেত আদান প্রদান করে, ফলে সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কম। যেকোনাে সময় নেটওয়ার্কে নতুন কোনাে নােড যুক্ত করা যায়। নেটওয়ার্ক থেকে যেকোনাে নােড বিচ্ছিন্ন করা হলে কিংবা নেটওয়ার্কের কোনাে নােড অচল হলেও নেটওয়ার্ক সচল থাকে। এই টপােলজিতে সাধারণত টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহৃত হয়; অবশ্য একই সাথে বিভিন্ন ধরনের ক্যাবল যথা- কো-এক্সিয়াল বা ফাইবার অপটিক ক্যাবল ও এই নেটওয়ার্কে ব্যবহার করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ