শেয়ার করুন বন্ধুর সাথে

বচন শব্দের অর্থ সংখ্যা। বচনের মাধ্যমে আমরা প্রকাশ করি– কোনটি একটি এবং কোনটি একের অধিক বা একাধিক। কাজেই সংখ্যার ধারণাকেই বচন বলা হয়। যা দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায়, তাকে বচন বলে। যেমন– গাছ, কলম, পাখি, ছাত্রগণ, জামাগুলাে ইত্যাদি। বচন দুই প্রকার। যেমন– ক. একবচন খ. বহুবচন ক. একবচন : যা দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী বুঝায়, তাকে একবচন বলে। যেমন- বইটি, বলটি, গাভিটি, মালাখানি ইত্যাদি। খ. বহুবচন : যা দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী বুঝায়, তাকে বহুবচন বলে। যেমন- বইগুলাে, জেলেরা, জামাগুলাে ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ