শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

প্রথা বা রীতি (ইংরেজি: Tradition, Custom) হচ্ছে সুদীর্ঘকাল

 থেকে চলে আসা যে কোন ধরণের ধর্মীয় আচার-অনুষ্ঠান, 

নিয়ম-কানুন, বিধি-নিষেধ, বিশ্বাস অথবা কর্মকাণ্ড যা

 অধিকাংশ সাধারণ জনগণ বা সমাজ কর্তৃক উৎপত্তিকাল থেকে

 যুগ যুগ ধরে বিনাদ্বিধায় পালন করাসহ মেনে চলে।

প্রথা সামাজিক আচার নামেও পরিচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথা হচ্ছে সমাজে প্রচলিত রীতি-নীতি,আচার-আচরণ ও অভ্যাস যেগুলো অমান্য করলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়।কালক্রমে এসব প্রথা আইনে পরিণত হয়েছে।প্রথাকে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ