Share with your friends
Dr. Shoyeb

Call

ট্যাবলেট : 

  • প্রাপ্ত বয়স্ক : ১-২ টি ট্যাবলেট ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট।
  •  শিশু (৬-১২ বছর) : আধা থেকে ১টি দিনে ৩-৪ বার ।

সিরাপ এবং সাসপেনশন : 

  • শিশু (৩ মাসের নীচে) : ১০ মি.গ্রা. হিসাবে (জন্ডিস থাকলে ৫ মি.গ্রা. হিসাবে) দিনে ৩-৪ বার।
  • ৩ মাস - ১ বছরের নীচে : ১/২ থেকে ১ চা চামচ দিনে ৩-৪ বার।
  • ১-৫ বছর : ১-২ চা চামচ দিনে ৩-৪ বার।
  • ৬-১২ বছর : ২-৪ চা চামচ দিনে ৩-৪ বার।
  • প্রাপ্তবয়স্ক: ৪-৮ চা চামচ দিনে ৩-৪ বার।
  • এক্স আর ট্যাবলেট : ২ টি করে ট্যাবলেট দিনে ৩ বার।
  • সাপাজেটরি : ১-৫ বছর : ১২৫-২৫০ মি.গ্রা. দিনে ৪ বার।
  • ৬-১২ বছর বয়সের শিশুদের জন্য : ২৫০-৫০০ মি.গ্রা. দিনে ৪ বার।
  • প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্য : ০.৫-১ গ্রাম দিনে ৪ বার।
  • পেডিয়াট্রিক ড্রপস্ : শিশু : ৩ মাস বয়স পর্যন্ত : ০.৫ মি.লি. (৪০ মি.গ্রা.), দিনে ৪ বার ।
  • ৪-১১ মাস বয়স পর্যন্ত : ১ মি.লি. (৮০ মি.গ্রা.), দিনে ৪ বার। ১-২ বছর বয়স পর্যন্ত : ১.৫ মি.লি. (১২০ মি.গ্রা.), দিনে ৪ বার।

 

 

 

এ-ওয়ান এক্সআর ট্যাবলেট (এক্সটেন্ডেড রিলিজ) সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে এ-ওয়ান এক্সআর

Talk Doctor Online in Bissoy App