Share with your friends
Dr. Shoyeb

Call
  • গ্লুকোজোন দিনে একবার সেব্য যার খাবারের সাথে কোন সম্পর্ক নেই। 
  • খাদ্য ও শারীরিক চর্চা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না পারলে একক চিকিৎসা হিসাবে গ্লুকোজোন ১৫ মি. গ্রা. অথবা ৩০ মি. গ্রা. দিনে একবার সেব্য। 
  • গ্লুকোজোনের প্রাথমিক মাত্রা অপর্যাপ্ত হলে দিনে একবার ৪৫ মি. গ্রা. পর্যন্ত বৃদ্ধি করতে হবে। 
  • একক চিকিৎসায় কাজ না করলে মিশ্র চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে হবে।

 

 

ইথিনিল এস্ট্রাডিয়ল এবং নরইথিনড্রোন সমন্বিত মুখে সেব্য গর্ভনিরােধকের সাথে গ্লুকোজোন অথবা অন্য একটি থায়াজোলিডিনডাইওন সেবন করলে উভয় হরমােনের প্লাজমা মাত্রা আনুমানিক ৩০% কমে যায় বলে গর্ভনিরােধক ক্ষমতা হ্রাস পায়। পাইওগ্লিটাজানের কার্যক্ষমতাকে কিটোকোনাজল কমিয়ে দেয়।

টস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে টস

Talk Doctor Online in Bissoy App