(১)B B S (pass night) --------- হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ ( রাত্রিকালীন পাস বা ডিগ্রী কোর্স)

(২)B B S (Pass)------------- হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ (পাস বা ডিগ্রী কোর্স)

(১) pass night (২) pass  এদের মধ্য পার্থক্য কি???  কোন কোর্সটি করে ভালো হবে???


শেয়ার করুন বন্ধুর সাথে

ভাই নাইট কোর্স সম্পর্কে তেমনটা জানিনা । কারন নাইট কোর্সে কখনো কোন ক্লাস হয় বলে আমার মনে হয় না আর সচারাচর কেউ ভর্তি হয় বলেও আমার জানা নেই । আর নিজ জ্ঞানে যেটা বুঝি সেটা হল নাইট কোর্সের চাইতে রিগুলার পাস কোর্স অবশ্যই ভালো হবে । তাই আপনি নাইট পাস কোর্সে ভর্তির চিন্তা বাদ দিয়ে রেগুলার পাস কোর্সে ভর্তি হয়ে জান সেটাই উত্তম হবে । 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ