আপনার কথা মত আপনার সাইটের আইটেম আগে গুগল সার্চে দেখাত কিন্তু এখন আর দেখায় না। এর কারন গুগল সবসময় তথ্যবহুল আপডেট পোস্ট গুলো আগে দেখায়। যে সময় আপনি আপনার সাইট আইটেম দেখতে পেতেন তখন আপনারটাই ছিল তথ্য সমৃদ্ধ। কিন্তু পরবর্তীতে আরও কেউ আপনার থেকে বেশি তথ্য সমৃদ্ধ পোস্ট বা আইটেম ছাড়লে আপনারটা পিছিয়ে যাবে। এটাই গুগলের নীতি। তাই হয়ত আপনি আর আপনার সাইট দেখতে পাচ্ছেন না। তবে ঘাবড়ানোর কিছু নেই। প্রথম পাতায় আপনার সাইট না থাকলে ও পরের পাতাগুলোতে খুজুন পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App

যদি দ্বিতীয় পেজ বা, পরের কোন পেজে দেখায় তাহলে চিন্তার কিছু নেই। তবে, যদি মোটেও না দেখায় তাহলে কোন সমস্যা আছে, গুগোল ওয়েবমাস্টারে লগ ইন করে দেখুন সমস্যাটা কি। যদি ঐখানে কোন সমস্যা না পান- অন পেজ, অফ পেজ এস ই ও ঠিকঠাক করেছেন কি না সেটা দেখুন।

Talk Doctor Online in Bissoy App
Himo1122

Call

প্রশ্ন ও উত্তর এর বিশাল প্ল্যাটফর্ম eqrabd.com

Talk Doctor Online in Bissoy App