শেয়ার করুন বন্ধুর সাথে
Oporichita

Call

বাংলা বানানের নিয়মানুসারে 'কি' ও 'কী' এর মধ্যে পার্থক্য রয়েছে।যথা ১.বাংলা ভাষায় যেসব প্রশ্নবাচক বাক্যের উওর হ্যাঁ-না হয় সেসব বাক্যে কি হবে। যেমন-করিম তুমি কি যাবে? এখানে করিম এককথায় হ্যাঁ অথবা না বলে দিতে পারে।তাই কী না হয়ে কি হবে। ২.সর্বনাম,বিশেষণ,ক্রিয়া-বিশেষণ ও যোজক পদরূপে কী হবে। যেমন-সে কী করে?এটা কী ধরনের রং?কী কর? কী যে করি?ইত্যাদি?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ARZU

Call

আমার উত্তরটির চেয়েও আরো ভালো উত্তর দেওয়া সম্ভব। তবে আমি খুব সহজে বুঝানোর চেষ্টা করছিঃ কি= সাধারণ ব্যাখ্যাঃ যে প্রশ্নের উত্তরে হ্যা / না দিয়ে উত্তর দেওয়া যায়। সে ক্ষেত্রে ‘কি’ কি = ব্যাকরণ গত ব্যাখ্যা: অব্যয় হিসাবে ব্যবহৃত হলে ‘কি’ হবে। উদাহরণ: তুমি যাবে কি? হ্যা / না ...................................................................................... কীঃ সাধারণ ব্যাখ্যা: যে প্রশ্নের উত্তরে হ্যা /না দিয়ে উত্তর দেওয়া যায় না। কী: ব্যাকরণগত ব্যাখ্যা: সর্বনাম হিসাবে ব্যবহৃত হয়। উদাহরণ: কী চাই? কী খাচ্ছ? লক্ষনীয়: উদাহরণ: সুখ কীসে হবে? উদাহরণ: সুখ কিসে আছে? এর আরো ব্যাখ্যা আছে। http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%A6%95%E0%A7%80&table=biswas-bangala

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ