আসল দলিলে যা লেখা থাকে তার অনুরুপ বালামে লিপিবদ্ধ করা।
না, কত জন একটিভ আছেন তা জানা যাবে না। তবে বিশেষ সদস্যের কার্যক্রম দেখে একটিভ সদস্য চিহ্নিত করার কিছুটা ধারনা পাবেন শীর্ষ পরীক্ষক অপশন থেকে।
শহরে নাকি গ্রামে থাকেন তা উল্লেখ করা প্রয়োজন ছিলো। প্রথমে, একজন কাজীর সন্ধান করবেন। প্রয়োজনে কাজীর কাছে তাঁর সার্টিফিকেট চাইবেন ( যদি কাজী কে আপনার সন্দেহ হয় )। তাঁকে সব...
আপনি যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, তবে আপনি যেখানে আবাদন করবেন সেখানেই ড্রাইভিং পরিক্ষা দিতে হবে।
এই ভাবে প্রশ্ন গুলা পাবেন না। লাইব্রেরীতি যেয়ে খোঁজ নিন এই সম্পর্কিত কোন বই আছে কিনা যদি থাকে সেটা কালেক্ট করুন। আশা করছি পাবেন এই টাইপ এর বই পাবেন।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যদিও জেলা কোটা বলতে তেমন কিছু উল্লেখ থাকে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের সময় এই বিষয়টি মূল্যায়ন করা হয় না তথাপি কোন অবস্থাতেই নিজ জেলা ব্যাতীত...
রাশিয়া, ফ্রান্স ও ইসরায়েল ।
কর্মস্থলে একনাগাড়ে কাজ করতে গিয়ে অনেকেই পিঠ ব্যথার মতো কিছু সমস্যা সহ অস্বস্তিতে ভোগেন। বেশিরভাগ মানুষ কাজের চাপকেই এজন্য দায়ী করেন। এই পিঠ ব্যথার সমস্যা হয়তো দীর্ঘ সময়ব্যাপী হতে পারে...
দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রত্যেকটি লেনদেন দুটি হিসাবখাতে ভাগ করে লিপিবদ্ধ করতে হয়এই দুটি হিসাবখাতের নাম হলো ডেবিট ও ক্রেডিট
এটা হচ্ছে বিশ্বব্যাপী গ্রহনযোগ ভিসা/মাস্টার কারেন্সি ক্রেডিট কার্ড। এটা গ্রাহকের বাংলাদেশি টাকায় নির্ধারিত সীমা মার্কিন ডলারের সীমা পর্যন্ত গ্রহনযোগ্য হবে। একটি নিরাপদ ডুয়াল কার্ডের সীমা সর্বোচ্চ ৩০,০০০ মার্কিন ডলারের বিপরীতে...
সরাসরি ভিডিও কলে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে Bissoy অ্যাপ ডাউনলোড করুন