Share with your friends

ওজিম্যানডায়াস।।

(P.B. Shelly রচিত Ozymandias কবিতার বঙ্গানুবাদ)


কোন এক প্রাচীন নগরে

একদা ভ্রমিতেছিনু আপনার মনে

মিলিত হইনু এক পথিকের সনে ।

কহিল সে, মরুভূমি মাঝে

আছিল দাঁড়ায়ে এক বিশাল মূরতি 

জীর্ণ অতি, দুর্দশায় ভগ্নপ্রায় গতি ।

অর্ধাংশ বালুকায়, ঈষৎ বঙ্কিম ...

ওষ্ঠে গর্বোদ্ধত হাসি, আদেশ-ভঙ্গিম 

অধরে প্রচ্ছন্ন যেন। অভিব্যক্তি

দয়ামায়ালেশহীন, বলিষ্ঠ কঠিন

সুচতুর শিল্পী যেন দিন-প্রতিদিন -

নিরখি চরিত্র তার অতি সযতনে

গড়িয়াছে তারে । যাহা অদ্যাপি আসীন

নির্মম সজীব সম, নির্জীব আননে

নিখুঁত তুলির টানে; হৃদয় তাহার

অধিষ্ঠিত সে চরিত্রে, সে রাজ-আসনে ।

আধারে খচিত যেন শব্দ কতিপয়-

'ওজিম্যান্ডায়াস আমি, রাজরাজেশ্বর,

হের মোর কীর্তিরাশি, অতুল বৈভব

ঐ হের শ্ত্রু মোর লুটায় ধুলায় ।

কিছু না রহিল । কালচক্র আবর্তনে

ধ্বংস ঘূর্ন্যাবর্তে পড়ি বিশাল মূরতি

ক্ষুদ্র খণ্ড খণ্ড রূপে ভাঙিয়া পড়িল ।

যতদূর দৃষ্টি যায় দিগন্ত-প্রসারী

মরুবালি ভিন্ন আর কিছু না রহিল ।।

Talk Doctor Online in Bissoy App