শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

ঝাল ১ শব্দের বাংলা অর্থ [ঝলি] (বিশেষ্য) কটু; উগ্র; তীক্ষ্ণ। ২ কটু স্বাদযুক্ত। ৩ ঝালজাতীয় মসলায় রাঁধা ব্যঞ্জনাদি (মাছের ঝাল)। ৪ ক্রোধ; কড়া মজাজ; উষ্মা; জ্বালা (বুড়ির তো দুচোখের ঝাল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৫ প্রসবের পর প্রসূতিকে যে বিশেষ ধরনের উগ্র আঠাজাতীয় খাদ্য খাওয়ানো হয়। ৬ (আলঙ্কারিক) আক্রোশ; বিদ্বেষ; রোষ; যন্ত্রণা (গায়ের ঝাল)। ঝাল-চচ্চড়ি (বিশেষ্য) ঝাল দিয়ে রাঁধা এক বিশেষ পদ্ধতিতে প্রস্তুত ব্যঞ্জন (চিংড়ি মাছের ঝাল-চচ্চড়ি দিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঝাল ঝাড়া, ঝাল মেটানো (ক্রিয়া) মনের আক্রোশ প্রকাশ করা। ঝালে ঝোলে অম্বলে ১ যে সর্বক্ষেত্রে আছে (মতলববাজ লোক সম্বন্ধে বলা হয়)। ২ চতুর বা মতলববাজ লোকের বিভিন্ন ক্ষেত্রে উপস্থিত থেকে নিজের কার্য সিদ্ধির চেষ্টা। পরের মুখে ঝাল খাওয়া (ক্রিয়া) শোনা কথায় গুরুত্ব আরোপ করে তাহা নিয়ে হৈ চৈ করা। পরের কথার মূল্য দিয়ে তদনুসারে চলা। {(তৎসম বা সংস্কৃত) জ্বালা>ঝালা>ঝাল};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ