শেয়ার করুন বন্ধুর সাথে

নরওয়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আরব বসন্ত বিপ্লব নয়, কয়েকদফা গণবিদ্রোহ মাত্র। আরব বসন্ত একটা জাগরণের নাম। সেই জাগরণ চেতনার রাজ্যে। এটাই আরব বসন্তের এক মস্ত ইতিবাচক দিক। সেই চেতনা রাজনীতিগতভাবে যত শাণিত হবে এবং সুগঠিত রূপ নেবে ততই তা বিপ্লবের সম্ভাবনায় অগ্নিগর্ভ হবে। গত দু’বছরে আরব বিশ্বকে আমূল বদলে দেয়া আন্দোলনের কথা মাথায় রেখেই কি নীতিনির্ধারকদের এমন সতর্কতা। ২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বে গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা মিডিয়া আরব বসন্ত হিসেবে আখ্যায়িত করে। গণবিক্ষোভের শুরু মিশরে; এরপর লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে। প্রথম মিশরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন হয়। পরে লিবিয়ায় মুয়াম্মার আল-গাদ্দাফি জামানার অবসান হয়। তিউনিসিয়া, বাহরাইনেও আরব বসন্তের ঢেউ লাগে। আরব বিশ্বের প্রায় সব সরকারই বিপ্লব ঠেকাতে নেয় নানা পদক্ষেপ। এসব গণবিক্ষোভ হয়েছে রাজধানী শহরকে কেন্দ্র করে। কায়রোর তাহরির স্কোয়ার, তিউনিসিয়ার তিউনিসে হাবিব বরগুইবা এভিনিউ, ইয়েমেনের সানা, বাহরাইনের মানামার পার্ল রুন্ডাবুটকে ঘিরে হয়েছে এ বিদ্রোহ। এসব স্থানে শুরুতে জড়ো হন আন্দোলনরতরা। এরপর সেখানে অবস্থান করে সরকার পতনের জন্য চালিয়ে যান আন্দোলন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ