শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

ভোল্টেজ প্রয়োগের ফলে বিদ্যুৎ প্রবাহিত হলে সার্কিটে যে বিপরীত ক্রিয়া বা বাধা কাজ করে সেটাই হল ইলেক্ট্রিক্যাল ইম্পিড্যান্স।গানিতিকভাবে অল্টারনেটিং সার্কিটে (AC circuit) ভোল্টেজ আর কারেন্টের কমপ্লেক্স রেশিও দিয়ে এটিকে প্রকাশ করা হয়, যার মান এবং ফেইজ এঙ্গেল (Phase angle) থাকে।Z=R+jXএখানে, Z হচ্ছে ইম্পিড্যান্স যার বাস্তব অংশ হচ্ছে রেজিস্ট্যান্স (R) এবং কাল্পনিক অংশ হচ্ছে রিয়েকট্যান্স (X).ইম্পিড্যান্সকে আমরা অল্টারনেটিং সার্কিটের রেজিস্ট্যান্স বলতে পারি। ইম্পিড্যান্সকে ওহমে হিসাব করা হয়। অর্থাৎএর একক Ohm.উল্লেখ্য যে, DC তে ইম্পিড্যান্স বলতে শুধু রেজিস্ট্যান্স,কারন DC তে রিয়েকট্যান্স (X) শূন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ