Call

বাতাস হল গতি প্রাপ্ত বায়ু। বায়ু মিশ্র পদার্থ। এতে থাকা উপাদান সূর্যের তাপ গ্রহন করার ফলে গতি প্রাপ্ত হয়। মোটকথা বায়ুর তাপমাত্র বাতাসের গতিবেগ কমবেশি হবার কারণ।  ঝড় হল বাতাসের তীব্র গতিবেগ প্রাপ্ত অবস্থা। সমুদ্রপৃষ্টের বায়ু তাপে উত্তপ্ত হলে প্রচন্ড বেগে  উপরে উঠে যায়। শূন্য স্থান দখল করার জন্য ঠাণ্ডা বায়ু দ্রুত বেগে নিচে ধেয়ে আসে। এভাবে বাতাসে সৃষ্ট আলোড়ন ক্রমাগত গতিপ্রাপ্ত হয়ে ঝড়ের রুপ নেয়।   

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ