nbc

Call

নৌকা থেকে আরোহী লাফ দিলে নিউটনের গতির ৩য় সূত্রানুসারে নৌকা পেছনের দিকে সরে যায়।নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া আছে। নৌকা থেকে আরোহী যখন লাফ দেয় তখন সে একটি বল প্রয়োগ করে। নৌকাটিও সমান ও বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে। ফলে আরোহী সামনের দিকে এবং নৌকা পিছনের দিকে সরে যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ