শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

যদি গ্রহণ ও বর্জনের সময় কোনো তপ নষ্ট না হয়, তবে বেশি তাপমাত্রার বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে কম তাপমাত্রার বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ মোট বর্জিত তাপ = মোট গৃহীত তাপ। এটাই ক্যালরিমিতির মূলনীতি।106. দেহ থেকে ঘাম বের হলে পাখার বাতাসে ঠান্ডা অনুভূত হয় কেন ? Answer দেহ থেকে ঘাম বের হলে পাখার দ্বারা তাড়িত হয়ে বাতাস সরাসরি ঘামের পানির সংস্পর্শে আসে। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি না হলে তা এই পানির শোষণ করে নেয়। এ সময় পানি তরল হতে বাষ্পাবস্থায় রূপান্তরিত হওয়ার জন্যে প্রয়োজনীয় সুপ্ততাপ শরীর হতে গ্রহণ করে বলে ঠান্ডা অনুভূত হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ