ষড়ভুজের ছয় কোণের সমষ্টি ৭২০ ডিগ্রি।
ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রী
. সুষম ষড়ভুজের ৬টি প্রতিসাম্য রেখা বিদ্যমান।
প্রতিসরণের কোণ 900 হয় বা প্রতিসরিত রশ্মি সঙশ্লিষ্ট মাধ্যমদ্বয়ের বিভেদতলে ঘেঁষে চলে যায়।
ত্রিমাত্রিক কোণের একক হলো স্টেরিডিয়াম।
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
কোণের একক রেডিয়ান
ঘন কোণের একক স্টেরেডিয়ান
একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি ১৮০°
120° কোণের সম্পূরক কোণ 60°
বেলা তিনটায় একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান π°/২
সরাসরি ভিডিও কলে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে Bissoy অ্যাপ ডাউনলোড করুন