শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

সূর্য গোলাকার । দিনের বেলা সূর্যকে উজ্জ্বল থালার মতো দেখায়। সূর্যের আলো ও তাপের উৎস তার অভ্যন্তরস্থ হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু।সূর্যের সর্বদাই প্রচণ্ড বিক্রিয়া সংঘটিত হচ্ছে। এ বিক্রিয়ার ফলে হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণূতে পরিণত হয় এবং প্রচণ্ড তাপ ও পারমানবিক শক্তি সম্পন্ন হয়। আর তাই সূর্য অফুরন্ত আলো ও তাপ শক্তির উৎস। সকাল ও বিকেলে সূর্যকে লাল রঙের থালার মতো দেখালেও দুপুরে উজ্জ্বল ন্যায় দেখায়। এর কারণ হচ্ছে কর্মমণ্ডল । সূর্যের তিনটি মণ্ডল রয়েছে। এগুলো হলো আলোকমণ্ডল , কর্মমণ্ডল ও ছটামণ্ডল । তারমধ্যে কর্মমণ্ডলটি খুবই উজ্জ্বল । আর তাই সূর্যকে উজ্জ্বল তালার মতো দেখায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ