nbc

Call

প্লাস্টিক এক ধরনের অন্তরক। এ ধরনের পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। প্লাস্টিক জাতীয় পদার্থের ম্যধ দিয়ে সহজে ইলেকট্রন প্রাবহিত হতে পারে না। যার ফলে প্লাস্টিক হলো বিদ্যুতের জন্য অপরিবাহী পদার্থ িএবং এ ধরনের মোড়ক বৈদ্যুতিক শক বা তড়িতাহত হওযার আশংকা দূরীভূত করা। এ কারণে বৈদ্যুতিক মিস্ত্রিগণের স্ক্রু ড্রাইভার প্লাষ্টিক জাতীয় পদার্থ দ্বারা মোড়ানো থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ