Share with your friends
Call

ডিসোপ্যান ০.৫ মিলিগ্রাম টেবলেট। 

তবে এটা শুধু ঘুুমের  সমস্যার জন্য নিদিষ্ট না। যখন ডাক্তার আপনার এই টেবলেটের উপযোগী সমস্যার মনে করবে তখনিই আপনাকে সাজেস্ট করবে।


ছাড়াও অনেক টেবলেট  আছে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের টেবলেট সেবনে আপনার মিত্যু পর্যন্ত ঘটতে পারে।

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

প্রথমত বলি যে নির্দিষ্ট করে ঘুমের কোন মেডিসিন নেই।তবে যেগুলো ট্যাবলেট রেজিস্টার চিকিৎসক গন প্রেসক্রিপশন করে থাকেন ওসব মুলত মানসিক উদ্বেগ ও আতঙ্কগ্রস্ত,ভয় ভিতী,মৃগী সহ ডিপ্রেশন, এসব সমস্যা যদি কোন রুগির মধ্যে দেখা যায় তখন চিকিৎসক Alprazolam বা Clonazepam জাতীয় ঔষধ প্রেসক্রিপশন করেন।কিন্তু এসব ঔষধ নির্দিষ্ট ভাবেই ঘুমের নয়। ঘুম হচ্ছে প্রকৃতির দান যা সন্ধা বা রাত হলেই অটোমেটিক ভাবেই চোঁখে ঘুম আসে। 

আর যাদের সহজেই ঘুম না আসে বা ঘুমাতে পারেন না, নানান টেনশন, ভয়ভিতী ও মানুসিক অস্থিরতা কাজ করে তাদের Clonazepam জাতীয় ঔষধ সাজেসট করা হয় যা বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শে।সুতারং আপনার সমস্যা একজন চিকিৎসক কে জানান ও প্রেসক্রিপশন করে নিন।

আশা করি বুঝতে পারছেন। 

Talk Doctor Online in Bissoy App