Sumya Akter

Call

অনেকে মনে করেন ডায়াবেটিস থাকলে সারা জীবনই ইনসুলিন নিতে হবে। ইনসুলিন কী হিরোইন নাকি? এখানে নেশার কোনো বিষয়ই নেই। ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এলে ইনসুলিন বাদ দিয়ে দেবেন। ইনসুলিনের একটি নিদের্শনা রয়েছে। এখন হয়তো আপনার শর্করা ২৭ মিলি মোল। আপনি কী ইনসুলিন ছাড়া চিকিৎসা নিতে পারবেন। এখন ধরেন ডায়াবেটিসের জটিলতা নিয়ে আসছেন, তখন তো অন্য ট্যাবলেট দেওয়া যাবে না। তখন ইনসুলিন দেবেন। আবার গর্ভবতী নারী, ইনসুলিন ছাড়া কিছু দেওয়া যাবে না। এ রকম কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে যেখানে ইনসুলিন লাগে। এ ছাড়া আছে, যেমন ধরেন, ১০ বছর ধরে কারো ডায়াবেটিস রয়েছে। ট্যাবলেটে তার কাজ হচ্ছে না, তখন কী করবেন? ইনসুলিন দিতে হবে। তবে বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে, যেমন : একজনের ধরেন এওয়ানসি ৯ এর বেশি হয়, তার ট্যাবলেটে হয় না। যখন ৯-এর বেশি হয় তখন ইনসুলিন লাগবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ